পেরুতে কোকেন কারবারিদের ফাঁদে পড়ে ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩২ পিএম

ঘটনাস্থল থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

ঘটনাস্থল থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

পেরুতে কোকেন কারবারিদের ফাঁদে পড়ে দেশটির সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) ভ্যালে দে লস রিওস আপুরিমাক, এনে ওয়াই মানতারোর নাতিভিদাদ নামের শহরে মাদক কারবারিদের পাতা ফাঁদে তারা নিহত।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বনাঞ্চলটি দক্ষিণ আমেরিকার মোট কোকেন উৎপাদনের ৭৫ শতাংশ এককভাবে নিয়ন্ত্রণ করে। 

পেরুর ন্যাশনাল পুলিশ টুইট বার্তায় বলেন, এ ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। যারা ভিআরএইএম-এর নাতিভিদাদ শহরে পুলিশের গাড়িতে ভ্রমণের সময় অতর্কিত হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। 

এতে আরও বলা হয়, এ ঘটনায় এক পুলিশ সদস্যের যোগসাজশ রয়েছে। তবে সে পলাতক রয়েছে। হামলায় কারা যুক্ত ছিলেন তা এখন নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওই অঞ্চলে মাওবাদী সশস্ত্র গোষ্ঠী শাইনিং পাথের সঙ্গে সংযুক্ত একটি উপদলের শক্ত অবস্থান রয়েছে। যারা মানব ও মাদক পাচারের সঙ্গে জড়িত।  

১৯৯০ এর দশকে মাওবাদী নেতা ও শাইনিং পাথের প্রতিষ্ঠাতা অ্যাবিমায়েল গুজমান গ্রেপ্তার হওয়ার পর গোষ্ঠীটির প্রভাব হ্রাস পেতে থাকে। এক পর্যায়ে তারা মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh