বাড়ি ফেরার পথে দুই কলেজ ছাত্রী নিখোঁজ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৩ পিএম

রিফাত জান্নাত ও লাবিবা খাতুন। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

রিফাত জান্নাত ও লাবিবা খাতুন। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা শহরের ‘ছালমা মঞ্জিল’ নামের মেস থেকে গোবিন্দগঞ্জ নিজ বাড়িতে যাবার পথে রিফাত জান্নাত ও লাবিবা খাতুন নামে দুই কলেজ ছাত্রী নিখোঁজের অভিযোগ উঠেছে। এ ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি তাদের।

গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান। এর আগে, গত (২ ফেব্রুয়ারি) তারা নিখোঁজ হবার পর পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি ) করা হয়। 

রিফাত ও লাবিবা দুজনই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। রিফাত গাইবান্ধা সরকারি কলেজে এবং লাবিবা সরকারি মহিলা কলেজে পড়ালেখা করেন। তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও পাড় সোন্দইল গ্রামে। একই এলাকার হওয়ায় তারা একসঙ্গে গাইবান্ধা শহরের পলাশপাড়ার ছালমা মঞ্জিল নামের মেসে থাকতেন। 

গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একসাথে মেস থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে রওনা হন। কিন্তু দীর্ঘসময় পর বাড়ি না পৌঁছালে মোবাইলে যোগাযোগ করা হলে দুজনের মোবাইল তখন থেকে বন্ধ পাওয়া যায়। 

লাবিবা খাতুনের বাবা আব্দুল লতিফ সরকার বলেন, দুইজনের কোনো খোঁজ না পাওয়ায় আমরা কোনো কুলকিনারা পাচ্ছি না। আমরা দুই পরিবারের আত্নীয় স্বজন থেকে পরিচিত এমন কোনো জায়গা নেই যে খোঁজ নেইনি। কোথাও পাওয়া যাচ্ছে না তাদের।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ওই ছাত্রীদের নিখোঁজ দেখিয়ে থানায় দুটি পৃথক জিডি করেছেন অভিভাবক। তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh