স্টল না পাওয়া আদর্শ প্রকাশনীর রিটের শুনানি মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৩ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল না দেওয়ার বাংলা একাডেমির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের শুনানির দিন ধার্য করা হয়েছে আগামীকাল মঙ্গলবার।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য এইদিন ধার্য করেন।

আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমানের করা রিটে বাংলা একাডেমির মহাপরিচালকসহ চারজনকে বিবাদী করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই প্রকাশনা সংস্থাকে মেলায় স্টল বরাদ্দ দিতে আদালতের নির্দেশনা চেয়েছেন বলে জানান রিটের পক্ষের আইনজীবী অনিক আর হক।

মেলার পরিচালনা পর্ষদ (বাংলা একাডেমি) গত ১২ জানুয়ারি বরাদ্দের তালিকা প্রকাশ করে যেখানে আদর্শ প্রকাশনীর নাম ছিল না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh