গার্ডিয়ান লাইফ-আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের বীমা চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২২ পিএম

গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম, এফসিএ এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের এম ডি রজার হুবার্ট তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম, এফসিএ এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের এম ডি রজার হুবার্ট তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। 

এই চুক্তির অধীনে, আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের সকল কর্মকর্তা এবং তাদের নির্ভরশীলরা গার্ডিয়ান লাইফের গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা ভোগ করবে।

গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম, এফসিএ এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের এম ডি রজার হুবার্ট তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মাহমুদ আফসার ইবনে হোসেন, ইভিপি ও হেড অব গ্রুপ বিজনেস; ইফতেখার আহমেদ, এভিপি ও হেড অব গ্রুপ সার্ভিস; ডা. জুবায়ের আহমেদ, ইভিপি ও হেড অব ক্লেইমস; মো. আবু হানিফ, এভিপি ও টিম লিডার- গ্রুপ বিজনেস; আহমেদ শফিউল হক, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এবং জিনাত ফেরদৌসি, ও আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পলাশ কুমার পাল, ইলেকট্রিক্যাল সেফটি ইঞ্জিনিয়ার; কানিজ ফাতেমা লাবনি, হেড অব এইচআর এবং রিপন মিয়া, কম্পেন্সেশন ও বেনিফিটস স্পেশালিস্টসহ আরও অনেকেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh