প্যারাবন ধ্বংস করে নির্মিত হচ্ছে চিংড়িঘের

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৩:৩৮ পিএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩, ০৩:৪২ পিএম

কক্সবাজারের মহেশখালীতে অবৈধ চিংড়িঘের। ছবি: প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে অবৈধ চিংড়িঘের। ছবি: প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে অবৈধভাবে চিংড়িঘের করতে নির্বিচারে প্যারাবন বা ম্যানগ্রোভ ফরেস্ট ধ্বংস করা হচ্ছে। সম্প্রতি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালাগাজি পাড়ার বগাচতর ঘোনার পশ্চিম পাশে অবৈধভাবে চিংড়িঘের তৈরি করতে নির্বিচারে প্যারাবন কেটে ফেলা হয়েছে।

ইতোমধ্যে অন্তত ২০০ একর বনভূমি দখল করে চিংড়িঘেরের জন্য বাঁধ নির্মাণ করা হয়েছে। এতে বনের দুই হাজার বাইন কেওড়া গাছ কাটা পড়েছে। বাঁধ নির্মাণের কাজ অব্যাহত থাকায় প্যারাবনের অস্তিত্ব এখন হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন বিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জের ঝাপুয়া বিটের অধীন কালাগাজি পাড়ার বগাচতর ঘোনার পশ্চিমে দুই সপ্তাহ ধরে প্যারাবনের গাছ নিধন চলছে।

ভূমিদস্যুরা শতাধিক শ্রমিক দিয়ে দিনদুপুরে প্যারাবন গাছ কাটার পর খননযন্ত্র দিয়ে চিংড়িঘেরের জন্য বাঁধ নির্মাণ করছে। তবে সম্প্রতি প্যারাবনের গাছ কেটে বাঁধ নির্মাণের সময় স্থানীয় বনকর্মীরা বাধা দেন। এ সময় বনের গাছ কাটা ও বাঁধ নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা পালিয়ে যান।

এ বিষয়ে বন বিভাগের ঝাপুয়া বিট কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল হক বলেন, মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি চক্র কয়েক দিন ধরে প্যারাবন নিধন করেই চিংড়িঘেরের বাঁধ নির্মাণ করছে। বনকর্মীরা দুই দফা অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত চিংড়িঘেরের বাঁধ কেটে দিয়েছে।

প্যারাবনের গাছ কেটে বাঁধ নির্মাণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বন বিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা এস এম আনিসুর রহমান বলেন, চিংড়িঘেরের জন্য বাঁধ করতে গিয়ে প্যারাবনের ছোট-বড় মিলে অন্তত দুই হাজার বাইনগাছ কাটা পড়েছে। এতে বন বিভাগের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা এস এম আনিসুর রহমান বলেন, ভূমিদস্যুরা প্রথমে শ্রমিক দিয়ে প্যারাবনের গাছ কাটে। পরে খননযন্ত্র দিয়ে বনের জমিতে অবৈধভাবে চিংড়িঘেরের বাঁধ তৈরি করে। তবে পশ্চিম পাশের বাঁধ নির্মাণকাজ শেষ হলেও উত্তর ও দক্ষিণ পাশের বাঁধ নির্মাণ করতে পারেনি। ফলে ঘটনাস্থলে গিয়ে বাঁধের কয়েকটি স্থানে কেটে দিয়ে অন্তত ১০০ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, প্যারাবন নিধন করায় পরিবেশের কী পরিমাণ ক্ষতি হচ্ছে, তা বলার মতো নয়। কিন্তু এ নিয়ে বন বিভাগের পক্ষ থেকে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh