অ্যাভাটার ব্যবহারের সুবিধা নিয়ে এলো ইনস্টাগ্রাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৩:০৯ পিএম

ইনস্টাগ্রাম। ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রাম। ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো নতুন ফিচার। এবার থেকে নিজেদের প্রোফাইলে ছবির পাশাপাশি অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

ফলে অন্য ব্যবহারকারীরা মূল ছবির পাশাপাশি অ্যাভাটার দেখতে পারবেন। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন।

ইনস্টাগ্রাম জানিয়েছে, গত বছর অ্যাভাটার ব্যবহারের সুযোগ চালু হলেও ব্যবহারকারীরা প্রোফাইলে ছবির বদলে অ্যাভাটার যুক্ত করতে পারতেন। তবে এখন থেকে ছবি ও অ্যাভাটার দুটিই ব্যবহার করা যাবে। ফলে অন্য ব্যবহারকারীরা প্রোফাইল ছবিতে ক্লিক করে অ্যাভাটারও দেখার সুযোগ পাবেন।

যেভাবে ইনস্টাগ্রামে অ্যাভাটার ব্যবহার করা যাবে:

ইনস্টাগ্রামে অ্যাভাটার ব্যবহারের জন্য প্রথমে প্রোফাইল ছবিতে ক্লিক করে এডিট প্রোফাইল অপশনে ট্যাপ করতে হবে। এবার ক্রিয়েট অ্যাভাটার অপশনে প্রবেশ করে গেট স্টারটেড অপশন নির্বাচন করে পছন্দের অ্যাভাটার তৈরি করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh