রামুতে বাবাকে পিটিয়ে মারলো ছেলে

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১০:০৩ এএম

রামু থানা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

রামু থানা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে মাদকাসক্ত ছেলের মারধরে প্রাণ হারিয়েছেন বাবা। গতকাল রবিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলম (৬২)।

স্থানীয়দের বরাতে জানা যায়, মো: শহিদুল্লাহ (৩০) একজন মাদকাসক্ত যুবক। তার বিরুদ্ধে মাদক ও  ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। 

শহিদুল্লাহ প্রায় প্রতিদিনই মাদকদ্রব্য সেবন করে বাড়িতে এসে অকথ্য ভাষায় সবাইকে গালিগালি করত। রবিবার রাতে যথারীতি বাড়িতে এসে গালমন্দ শুরু করলে তার বাবা আলম এর প্রতিবাদ করেন।

এসময় ছেলে শহিদুল্লাহ তার ওপর চড়াও হয়। একপর্যায়ে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এতে গুরুতর আহত হন মোহাম্মদ আলম।

পরে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চেইন্দা মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল হোসাইন জানিয়েছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh