গাইবান্ধায় নিখোঁজ কনকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৭:২৩ পিএম

অটোচালক কনক। ছবি: প্রতিনিধি

অটোচালক কনক। ছবি: প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় বাগদা ফার্মের সিংড়ার বিল থেকে নিখোঁজ কনকের (২৩) হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অটোচালক কনক উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুলমিয়ার ছেলে। গত ১৫ জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল।

আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বৈরাগীর হাট পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধায় প্রেরণ করেছি। মরদেহে পঁচন ধরেছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি বাড়ি থেকে অটো নিয়ে বেরিয়ে গেলে আর ফিরেনি কনক। পরের দিন পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh