‘শেখ হাসিনা ক্ষমতায় না এলে সিরিয়ার চেয়ে খারাপ অবস্থা হতো’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৮:৫৮ পিএম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। ফাইল ছবি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। ফাইল ছবি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় না এলে দেশের অবস্থা সিরিয়ার চেয়ে খারাপ হতো।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) আসন্ন চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আগামীতে ‘স্মাট বাংলাদেশ’ গড়তে নৌকার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ের বিকল্প নেই। ধারাবাহিকভাবে দেশ অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, সদস্য শাহাবুদ্দিন ফরাজি, নির্মল কুমার চ্যাটার্জী। এসময় চাঁপাইনবাবগঞ্জের-২ ও ৩ আসনের আওয়ামী লীগের প্রার্থীরাও বক্তব্য দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh