কর্মক্ষেত্রে যে কাজগুলো করবেন না

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৩:০১ পিএম

বাজে আচারণ কর্মক্ষেত্রের পরিবেশকে দূষিত করে। ছবি: সংগৃহীত

বাজে আচারণ কর্মক্ষেত্রের পরিবেশকে দূষিত করে। ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রে নিজের সম্মান বাড়াতে ও উন্নতি করতে চাইলে নিজের আচারণগত ক্রুটিগুলো বুঝে সমাধান করতে হবে। সবার উচিত কর্মক্ষেত্রে প্রফেশনাল আচারণ করা।

বাজে আচারণ কর্মক্ষেত্রের পরিবেশকে দূষিত করে। এতে অফিসের কাজে সঠিক ভাবে সঠিক সময়ে সম্পূর্ণ নাও হতে পারে। তাই অফিসে কিছু কিছু কাজ না করায় ভালো।

যে কাজগুলো কর্মক্ষেত্রে করা উচিত নয়:

১. কর্মক্ষেত্র ব্যক্তিগত জায়গা নয়, সেখানে অনেকে কাজ করে। তাই কর্মক্ষেত্রে   সবার সামনে জোড়ে বা চিৎকার করে ফোনে ব্যক্তিগত আলাপ করা উচিত নয়। এতে কর্ম পরিবেশ নষ্ট হতে

২. কর্মক্ষেত্রে কাউকে নিয়ে গসিপ করা ঠিক নয়। এটি একটি নিচু মানসিকতার পরিচয়। এতে সময়েরও যথেষ্ট অপচয় হয়। অপর দিকে সম্পর্ক নষ্ট হয়।  তাই অন্যকে নিয়ে গসিপ করা থেকে নিজেকে বিরত রাখুন।

৩. অসুস্থ থাকলে অফিসে না গিয়ে ছুটি নিন। কারণ শরীরের ওপর চাপ সৃষ্টি করা ঠিক নয়। অসুস্থ থেকেও অফিসে আসা মানে এই নয় যে আপনি কাজের প্রতি প্রফেশনাল। বরং এটি ছোঁয়াচে হলে অন্যদের জন্যও বিপদের কারণ হতে পারে।

৪. কর্মক্ষেত্রে থাকাকালীন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত নয়। কারণ অফিস কাজের জায়গা। কাজের সময় অফিসে ফেসবুক, ইন্সটাগ্রামে ব্যস্ত থাকা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। কেবল অবসরেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত।

 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh