‘বাণিজ্যমেলা থেকে মিলবে কয়েকশো কোটি টাকার অর্ডার’

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০৭:২৪ পিএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২, ০৭:২৫ পিএম

২০২২ সালে আয়োজিত বাণিজ্যমেলার মূল ফটক থেকে ছবিটি তোলা হয়। ছবি: সংগৃহীত

২০২২ সালে আয়োজিত বাণিজ্যমেলার মূল ফটক থেকে ছবিটি তোলা হয়। ছবি: সংগৃহীত

২০২২ সালের বাণিজ্যমেলা থেকে দুইশো কোটি টাকার স্পট অর্ডার পাওয়ার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ২০২৩ সালে এ মেলা থেকে গতবারের চেয়ে বেশি স্পট অর্ডার পাওয়া যাবে। বাংলাদেশের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করিয়ে দেওয়াই মেলার মূল উদ্দেশ্য ও লক্ষ্য।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) বিবিসিএফইসি-এ প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের বাণিজ্যমেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।  

রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, প্রতিবছর আমাদের রফতানি বাড়ছে। গত বছর আমাদের ৫১ বিলিয়ন ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আমরা ৬০ বিলিয়ন ডলার রপ্তানি করতে পেরেছি। এ বছর ৬৭ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর মেলার পরিধি গতবারের চেয়ে বাড়ানো হয়েছে। গত বছরের তুলনায় ১০০টির বেশি স্টল অংশ বসেছে মেলায়।

প্রসঙ্গত, রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আগামীকাল রবিবার (১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ২৭তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন (ডিটিও) অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh