মধ্যরাতে ধানমন্ডিতে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৮:৫৫ এএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২, ০৯:০০ এএম

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাভার্ডভ্যান চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত আরো দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ডিউটি অফিসার এসআই সাইদুর রহমান।

তিনি জানান, মধ্যরাতে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক সংলগ্ন রাসেল স্কয়ার এলাকায় নিয়ন্ত্রণহারা একটি কাভার্ডভ্যান কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। তাদের একজন রিকশাচালক অপরজন আরোহী।

এ দুর্ঘটনায় আহত আরো দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও সঙ্কটাপন্ন। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh