বরিশালে জালনোট ও ফেনসিডিলসহ আটক ২

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০৩:৩৫ পিএম

জালনোট ও ফেনসিডিলসহ আটককৃত দুইজন। ছবি: বরিশাল প্রতিনিধি

জালনোট ও ফেনসিডিলসহ আটককৃত দুইজন। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ জাটনোট এবং বোতল ফেনসিডিলসহ দুই কারবারি আটক হয়েছে। 

আজ রবিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৪টা থেকে দুপুর সোয়া একটার মধ্যে অভিযান দুটি পরিচালিত হয়।

বিএমপির মিডিয়া সেল জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা বিভাগের বিশেষ টিম।

এসময় নথুল্লাবাদ গণি ভবনে হোটেল ব্যাবিলন আবাসিকের গেটের সামনে থেকে মো. নজরুল ইসলাম বাবলু (৪৩) নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা সমপরিমাণ জাল নোটসহ আটক করা হয়।

আটক নজরুল ইসলাম বাবুল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাঘর ইউনিয়নের নারিকেল বাড়িয়া গ্রামের মোল্লারহাটখোলা বাজারের দক্ষিণ পাশে হাওলাদার বাড়ির মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। বাবুল নোয়াখালীর চাটখিল থানার মীর্জাবাড়ি এলাকায় শ্বশুর বাড়িতে থাকেন।

অপরদিকে গোয়েন্দা শাখার অপর একটি টিম রাত সাড়ে ৪টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন গড়িয়ারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বরিশাল থেকে বানারীপাড়া সড়কের প্রবেশ দারে মো. শহিদুল ইসলাম (৫০) নামে একজনকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেন তারা।

আটক শহীদ ইসলাম চুয়াডাঙ্গা সদর থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের নূর নগর কলোনীর মৃত তাহের আলীর ছেলে।

জালনোট ও ফেনসিডিলসহ আটকের ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh