ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৭:০৮ পিএম

নিহত লিমন কুমার রায়। ছবি: সংগৃহীত

নিহত লিমন কুমার রায়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভবনের ছাদ থেকে পড়ে লিমন কুমার রায় (২২) নামে এক আবাসিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লিমন কুমার রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গুরুতর আহত অবস্থায় লিমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জগন্নাথ হলের ১০ তলার ছাদ থেকে পড়ে এক ছাত্র গুরুতর আহত হয়। পরে তাকে মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে সে ছাদ থেকে পড়ে গেছে তা প্রাথমিক জানা যায়নি।

জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, সকালে জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে ওই শিক্ষার্থী পড়ে যায়। শব্দ শুনে হলের শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

সহপাঠীরা জানান, নিহত লিমনের গ্রামের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা দোলাপাড়া গ্রামে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh