আয়ের সনদ পাবেন ফ্রিল্যান্সাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১০:২০ পিএম

কাজ নিয়ে ব্যস্ত ফ্রিল্যান্সাররা। ছবি: সংগৃহীত

কাজ নিয়ে ব্যস্ত ফ্রিল্যান্সাররা। ছবি: সংগৃহীত

ফ্রিল্যান্সারদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেনে নগদকরণ সনদ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার (১৬ নভেম্বর) দেশের সব তফসিলি ও বাণিজ্যিক ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর মাধ্যমে ফ্রিল্যান্সাররা এখন থেকে আয়কর দেওয়ার সময় এনবিআরে আয়ের বিপরীতে ওই সনদ জমা দেওয়ার সুযোগ পাবেন।

দেশের ফ্রিল্যান্সাররা সাধারণ বিদেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করেন। সেখান থেকে প্রাপ্ত অর্থ তারা অনেক সময় এমএফএসের মাধ্যমে পেতে চান। বিদেশ থেকে পাঠানো অর্থ ব্যাংকের মাধ্যমে এমএফএস সেবা প্রদানকারীদের কাছে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ফ্রিল্যান্সাররা এমএফএস থেকে টাকা নেওয়ার সময় নগদকরণ সনদ সংগ্রহ করবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh