সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারে ‘আপাতত’ পূর্বানুমতি লাগবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ১১:৫২ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২২, ১২:০০ পিএম

হাইকোর্ট। ফাইল ছবি

হাইকোর্ট। ফাইল ছবি

শেষ পর্যন্ত সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারে আগে থেকে অনুমতি নিতে হবে কি না সে বিষয়ে হাইকোর্ট রায় দিয়েছে। সরকারি কর্মকর্তাদের পূর্বানুমতির বাতিল করে হাইকোর্টের রায়ে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ।

আজ রবিবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ অনুমতি দেয়। আপাতত পূর্বানুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ১ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিল করে হাইকোর্টের রায় ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগ। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলা হয়।

সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করতে সরকারের কাছে কোন পূর্বানুমতি লাগবে না, গত ২৫ আগস্ট এমন রায় দেয় হাইকোর্ট। হাইকোর্ট বলে, সরকারি চাকরি আইনের ৪১ এর ১ ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ বলে, যেখানে সংবিধান সবার সম অধিকারের কথা বলেছে, সেখানে সরকারি চাকুরি আইনের ওই ধারা সাংঘর্ষিক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh