নেত্রকোনায় যুবকের মৃতদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০৩:৩১ পিএম

কৃষিফার্ম থেকে উদ্ধারকৃত আমিনুল ইসলাম। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

কৃষিফার্ম থেকে উদ্ধারকৃত আমিনুল ইসলাম। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা পৌর শহরের কৃষিফার্ম থেকে আমিনুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পিবিআই পুলিশ। নিহত আমিনুল জেলার পূর্বধলা উপজেলার সাতপাটি গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি শহরের কুরপাড় এলাকায় মামার বাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আমিনুল তার একাধিক বন্ধুবান্ধব নিয়ে কুরপাড়ের মামার বাসা থেকে বের হন। পরে তিনি আর রাতে বাসায় ফেরেনি। 

আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকালে শহরের কৃষিফার্ম এলাকার ভিতরে একটি গাছের নিচে আমিনুলের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পিবিআই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে পিবিআই পুলিশের পরিদর্শক (এস.আই) জাকির হোসেন জানান, নিহতের গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে আমিনুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় মডেল থানার পুলিশ জেলা শহরের জেলখানা সড়ক এলাকার রইছ মিয়ার ছেলে সোহাগকে আটক করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh