ইতালির মিলান কনস্যুলেটে ‘শেখ রাসেল দিবস’ পালিত

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৮:৪৯ এএম

কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ কনস্যুলেট সদস্যদের সাথে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: প্রতিবেদক

কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ কনস্যুলেট সদস্যদের সাথে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: প্রতিবেদক

‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’- এই প্রতিপাদ্যে ইতালির মিলান কনস্যুলেটে গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ছিলো। 

গতকাল মঙ্গলবার মিলান কনস্যুলেটের হল রুমে এই দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ কনস্যুলেট সদস্যদের সাথে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ১৫ আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে শিশু রাসেলের ক্ষণজন্মা জীবনী নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্বে শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এম জে এইচ জাবেদ।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন ভাইস কনসাল এ. এস. এম. তাজ-উল-ইসলাম।

অনুষ্ঠানে মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কমিউনিটির অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh