আলিকদমে ৭ দোকান ও ৫ বসতঘর পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১০:৩৮ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২২, ১০:৪০ এএম

ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করছেন। ছবি: প্রতিবেদক

ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করছেন। ছবি: প্রতিবেদক

বান্দরবানের আলিকদম উপজেলায় এক কলোনিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের খুল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়ায় ও বারেক কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ভোর ৪টায় হঠাৎ কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তখন সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বিভিন্ন যন্ত্রপাতি পার্টসের দোকানের ক্ষতিগ্রস্ত মালিক নজরুল ইসলাম জানান, কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তিনিও জানেন না। তার প্রায় পাঁচ লাখ টাকার অধিক মালামাল পুড়ে গেছে বলে।

আরেক দোকানের মালিক ছেনোয়ারা জানান, পূর্ব শত্রুতাবশত কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

আলিকদম ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. শাহদাত হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

আলিকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহরুবা ইসলাম জানান, আগুনে পুড়ে যাওয়া দোকান ও বসতঘরের ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh