আমি কী

মাহমুদ নোমান

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কাল জোছনার রাত ছিলো
সারাশরীরে ব্যথার ঢেউ
জলের কামড়ে,
ঘুমের মধ্যে কানকথার ডিঙি 
বৃত্তের লহমায় টেনে
গুলিয়ে দিচ্ছে ফেনার কারুকাজ
মাছের অহম বালির তীরে, 
কারো ঠোঁটে রক্তাক্ত লিপস্টিক
হেসেখেলে বোলতা নাচছিলো
আমার দিকে আসছিলো,
আমি কী জোছনার বংশধর
আমি কী বোলতার প্রতিচ্ছবি
আমিতো কতদিন জোছনা দেখি না....

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh