পর্তুগালের বাগানে মিলল দৈত্যাকার ডাইনোসরের কঙ্কাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০৯:২৬ পিএম

ডাইনোসরের কঙ্কাল। ছবি- সংগৃহীত

ডাইনোসরের কঙ্কাল। ছবি- সংগৃহীত

পর্তুগালে একটি বাড়ির পেছনের বাগান থেকে দৈত্যাকার এক ডাইনোসরের কঙ্কালের খোঁজ মিলেছে।

ধারণা করা হচ্ছে, এটিই এ যাবতকালে আবিষ্কৃত ডাইনোসরের কঙ্কালের মধ্যে সর্ববৃহৎ।

দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৭ সালে ওই বাড়ির মালিক বাড়ির পেছনে কাজ করার সময় ফসিলে পরিণত হওয়া সরোপদ প্রজাতির ডাইনোসরটির কঙ্কাল আবিস্কার করেন।

পরে তিনি লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাথে যোগাযোগ করেন।

এই মাসের শুরুর দিকে পর্তুগাল ও স্পেনে থেকে আসা জীবাশ্মবিদরা ব্রাশিওসরাস সরোপদের মেরুদণ্ড ও পাঁজরের হাড় পৃথক করেন।

এই বড় সরীসৃপটির উচ্চতা ছিল প্রায় ১২ মিটার এবং এটি লম্বায় ২৫ মিটার। এই কঙ্কালটি জুরাসিক সেডিমেন্টারি পাথরে পাওয়া গেছে যা প্রায় ১৫০ মিলিয়ন বছর পুরনো। 

সরোপদ ডাইনোসরদের ভেতর সবচেয়ে বড় এবং পৃথিবীতে বসবাস করা সবচেয়ে বড় প্রাণী ছিল। তৃণভোজী প্রাণীটির লম্বা গলা ও লেজ ছিল এবং তারা চার পায়ে হাঁটত। 

কঙ্কালটি এমন অবস্থায় পাওয়া গেছে যে আন্তর্জাতিক গবেষকরা এমনটা ভাবছেন যে এটি এভাবেই মারা গিয়েছিল।

কঙ্কালটির তুলনামূলক অক্ষত অবস্থা দেখে জীবাশ্মবিদরা এই সিদ্ধান্তে এসেছেন যে, আরও মাটি খুঁড়লে এই কঙ্কালের আরও অদেখা অংশ বেরিয়ে আসতে পারে।

কঙ্কালটি ঊর্ধ্ব জুরাসিক পাললিক শিলাগুলিতে পাওয়া গেছে, এটি প্রায় ১৫০ মিটার বছরের পুরানো।

ইউনিভার্সিটি অফ লিসবনের ফ্যাকাল্টি অব সাইন্সের পোস্ট ডক্টোরাল গবেষক এলিসাবেত মালাফাইয়া জানান, শারীরবৃত্তীয় কাঠামো মেনে এমন অবস্থায় এই প্রাণির সব পাঁজর খুঁজে পাওয়া একটা আনকোরা ঘটনা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh