নোয়াখালীতে চিংড়িতে জেলি: ২ মাছ ব্যবসায়ীকে কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ০৪:৪৭ পিএম

চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: নোয়াখালী প্রতিনিধি

চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার পৌরবাজারে অভিযান চালিয়ে ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চিংড়ি মাছে জেলি মিশিয়ে ওজন বাড়ানোর অপরাধে ২ মাছ ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এ অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মাইজদী পৌর বাজারে চিংড়ি মাছের মধ্যে ওজন বাড়ানোর জন্য জেলি মিশিয়ে বিক্রি করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২ মাছ ব্যবসায়ীকে আটক করে তাদের সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মাছগুলো জব্দ করা হয়েছে। 

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানার পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh