মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটম্যান সাদ্দামের নামে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১১:১১ এএম

দুর্ঘটনাস্থল থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

দুর্ঘটনাস্থল থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার ঘটনায় গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা করেছে পুলিশ।

আজ শনিবার (৩০ জুলাই) ভোরে মামলাটি করেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসআই জহিরুল ইসলাম। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসআই জহিরুল ইসলাম বলেন, মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার পর একটি মামলা করা হয়েছে। দায়িত্ব অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলাটি করা হয়েছে। 

গতকাল শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গেটম্যান সাদ্দামকে আটক করে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh