সাউথ বাংলা ব্যাংকে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২২, ০২:৩১ পিএম

সাউথ বাংলা ব্যাংকের লোগো। ফাইল ছবি

সাউথ বাংলা ব্যাংকের লোগো। ফাইল ছবি

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ক্যাশ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ক্যাশ অফিসার।

পদের সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। এতে একাডেমিক পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। এছাড়াও যে কাজ থেকে সাময়িক অবসরে বা দূরে আছেন তাদের আবেদন করার দরকার নেই।

বিজ্ঞপ্তি অনুসারে পদ সংশ্লিষ্ট কাজে ১-২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ মধ্যে ব্যাংকের যেকোনো ডেস্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর মধ্যে যোগাযোগ দক্ষতা, ইন্টারপারসোনাল স্কিল ও কম্পিউটার চালনার সক্ষমতা থাকতে হবে। বয়সসীমা ৩০ জুন, ২০২২ তারিখের মধ্যে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে প্রবেশ করতে হবে www.sbacbank.com/career.php এই ঠিকানায়। অনলাইন ছাড়াও ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠানো যাবে। এ ক্ষেত্রে আবেদনপত্র পৌঁছাতে হবে এইচআরডি, এসবিএসি ব্যাংক লিমিটেড, বিএসসি টাওয়ার, (৮তম তলা), ২-৩ রাজউক এভিনিউ, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০ - এই ঠিকানায়।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ৩০ জুন, ২০২২। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh