দেশে গণতন্ত্র ফেরাতে আন্দোলন শুরু হয়ে গেছে: দুলু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২২, ০৭:২৮ পিএম

খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তব্য রাখছেন বিএনপি নেতা দুলু

খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তব্য রাখছেন বিএনপি নেতা দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশে ইতোমধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৬ মে) বিকালে নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্ত্রাসী ভয়-ভীতি দেখিয়ে বাংলাদেশের মানুষকে আর দমিয়ে রাখা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, নিরপেক্ষ ভোট দিলে এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, এই সরকারের ভয় এটাই। তাই তাদের মাথা নষ্ট হয়ে গেছে।

তিনি আরো বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। তারেক রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণকে সাথে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে ক্ষমতায় গেল বিএনপি একা দেশ পরিচালনা করবে না। জনগণকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবে বলেও জানান। এসময় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh