শরিফুলের পর ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২২, ০২:১০ পিএম

নাঈম হাসান। ছবি: সংগৃহীত

নাঈম হাসান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় ডানহাতে আঘাত পাওয়ার কারণে বাংলাদেশ দলের অন্যতম ভরসা পেস বোলার শরিফুল ইসলাম ঢাকা টেস্ট থেকে ছিটকে পড়েন। এবার  ১৫ মাস পর টেস্ট দলে ফেরা স্পিনার নাঈম হাসানও হাতে আঘাত পাওয়ায় ঢাকা টেস্ট থেকে ছিটকে পড়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৯ মে) চট্টগ্রাম টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কার ব্যাটার করুনারত্নের ড্রাইভ থামাতে গিয়ে ডানহাতে চোট পান নাঈম। পরে ব্যথা বেড়ে যাওয়ায় তার হাতের এক্সরে পরীক্ষা করানো হয়। এক্সরেতে দেখা যায়, নাঈমের আঙুল ভেঙে গেছে। এ কারণে ঢাকা টেস্টে এ ডানহাতি স্পিনারকে পাচ্ছে না বাংলাদেশ। 

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। 

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রান দিয়ে ছয় উইকেট নেন নাঈম। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও তিনি এই টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। নাঈম এর জন্য ম্যাচ শেষে পুরস্কারও পেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh