বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৬:০৩ পিএম | আপডেট: ১৯ মে ২০২২, ০৭:০৮ পিএম

বিশ্ব ব্যাংক। ফাইল ছবি

বিশ্ব ব্যাংক। ফাইল ছবি

স্বাস্থ্যখাতে ব্যয়ের জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। আজ বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিসভার এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

একই সাথে মন্ত্রীসভার ওই বৈঠকে  এ অর্থ ব্যয় করার আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এছাড়াও এদিন হাটবাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আইনের খসড়ায় বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনো হাটবাজার বসানো যাবে না। সেক্ষেত্রে স্থায়ী হাটবাজারের জন্য জেলা প্রশাসকের অনুমতি লাগবে।

কেউ যদি সরকারের অনুমতি ছাড়া হাটবাজার বসায় তাহলে সেটা খাসজমি হিসেবে নিয়ে নেবে এবং ৫ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়া হবে।

এ ছাড়া আজকের বৈঠকে ভূমি উন্নয়ন কর আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এর ফলে ২৫ বিঘা পর্যন্ত যাদের জমি আছে তাদের কর দিতে হবে না। এর বেশি হলেই পুরো জমির কর দিতে হবে। কারো যদি খাজনা দেওয়া তিন বছর বাকি থাকে তাহলে প্রতি বছরের করের সাথে ৬.২ শতাংশ বেশি দিতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh