হোয়াটসঅ্যাপে নতুন ইমোজি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২২, ০৯:১৮ এএম | আপডেট: ০৭ মে ২০২২, ০৯:২৭ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নিয়মিত নতুন ফিচার নিয়ে হাজির হয় এই মেসেজিং কোম্পানিটি। কিছুদিন আগেই মেসেঞ্জারের মতো মেসেজ রিঅ্যাকশন দেওয়ার সুবিধা হোয়াটসঅ্যাপে আনার ঘোষণা দিয়েছিল সংস্থাটি। এবার গত বৃহস্পতিবার (৫ মে) থেকে চালু হলো মেসেজ রিঅ্যাকশন ফিচার।

বেশ কয়েক মাস আগে বিষয়টি ডব্লিউএবেটাইনফোর পক্ষ থেকে জানানো হয়েছিল। তাদের একটি ব্লগ পোস্টে বলা হয়েছিল, হোয়াটসঅ্যাপের গ্রুপ মেসেজিং এবং ব্যক্তিগত চ্যাটিংয়ের ক্ষেত্রে মেসেজ রিঅ্যাকশন ফিচার যোগ করা যাবে। এই ফিচারটি ইতোমধ্যে কয়েক সপ্তাহ আগে থেকে বেটা টেস্টারদের কাছে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার থেকে যে মেসেজ রিঅ্যাকশন ফিচারটি দেওয়া হয়েছে তাতে মোট ছয়টি ইমোজি যোগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে লাইক, লাভ, লাফ, সারপ্রাইজ, স্যাড এবং থ্যাংকস। তবে আজ থেকেই সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ওই ইমোজিগুলো ব্যবহার করতে পারবেন না। কারণ ধীরে ধীরে সব ব্যবহারকারীদের কাছে নতুন ওই আপডেট পাঠানো হবে।

এই ফিচার ইতোমধ্যে মেটার অন্য প্রডাক্ট মেসেঞ্জারে রয়েছে। অন্যদিকে ইনস্টাগ্রামেও রয়েছে মেসেজ রিঅ্যাকশন ফিচার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh