হল-ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৫:১১ পিএম

সাধারণ শিক্ষার্থী ও ছাত্রনেতারা ঢাকা কলেজে অডিটোরিয়ামে একত্র হন। ছবি- সংগৃহীত

সাধারণ শিক্ষার্থী ও ছাত্রনেতারা ঢাকা কলেজে অডিটোরিয়ামে একত্র হন। ছবি- সংগৃহীত

নিউমার্কেটের ব্যবসায়ীদের সাথে সংঘর্ষের ঘটনার জেরে ঢাকা কলেজর হল বন্ধের ঘোষণা প্রত্যাখান করেছেন শিক্ষার্থীরা। এমনকি যেকোনো মূল্যে হল-ক্যাম্পাসে অবস্থান করার ঘোষণাও দিয়েছেন তারা।

ঢাকা কলেজের শহীদ আ. ন. ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সোয়া চারটায় সম্মিলিতভাবে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রনেতারা প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যানের কথা জানান।

এসময় শিক্ষার্থীরা ঢাকা কলেজের অধ্যক্ষের অপসারণসহ ছাত্রদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, প্রয়োজনে আমরা লাশ হয়ে বের হব। তবু হল ক্যাম্পাস ছাড়ব না। সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছে, এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা অধ্যক্ষকে বলেছি সুন্দরভাবে সমাধান করতে। তিনি যদি তা না পারেন, তবে তার পদত্যাগ দাবি করছি।

এর আগে শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) থেকে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।

এছাড়া আজ বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh