আফগানিস্তানে পপি চাষ নিষিদ্ধ করল তালেবান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৮:২৯ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২২, ১১:১৬ এএম

আফগানিস্তানের একটি পপি ক্ষেত। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের একটি পপি ক্ষেত। ছবি- সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ আফগানিস্তানে পপি চাষে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তালেবান। 

আজ রবিবার (৩ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার একটি আদেশ অনুসারে আফগানিস্তানে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, যদি কেউ এই আদেশ লঙ্ঘন করে তাহলে তার ফসল অবিলম্বে ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীকে শরিয়া আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

আদেশে বলা হয়েছে, অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার বা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ২০০০ সালে তালেবান তাদের শেষ শাসনামলের শেষের দিকে পপি চাষ নিষিদ্ধ করেছিল। কারণ তারা আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছিল। কিন্তু সমালোচনার কারণে তারা তাদের বেশিরভাগ অবস্থান পরিবর্তন করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh