জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক, সম্পাদক প্রীতম

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ১১:০৬ পিএম

বামে সৌমিক বাগচী, ডানে সামি আল জাহিদ প্রীতম

বামে সৌমিক বাগচী, ডানে সামি আল জাহিদ প্রীতম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)  ১২ টি সাংস্কৃতিক সংগঠনের জোট জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী সৌমিক বাগচী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ব্যাচের একই বিভাগের শিক্ষার্থী সামি আল জাহিদ প্রীতম।

আজ শনিবার (২ এপ্রিল) জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সদ্য বিদায়ী কমিটির সভাপতি দীপঙ্কর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সোহানুর রশীদ মুন গাজী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি  আরিফুল ইসলাম ও ঐশী তানজিম,  সহ-সাধারণ সম্পাদক প্রাপ্তি তাপসী, অর্থ সম্পাদক শরণ এহসান দপ্তর সম্পাদক ওমর ফারুক বান্না এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসাইন রোহান। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে সামিয়া ইসলাম আনিকা, রেফাত মাহমুদ, আব্দুর রহমান নাহিদ নির্বাচিত হয়েছেন। কমিটিতে পর্যবেক্ষক হিসেবে থাকছেন নাফিস মাহমুদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh