চেক প্রতারণা: মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১০:৫৪ পিএম

ববিতা বড়ুয়া

ববিতা বড়ুয়া

চেক প্রতারণা মামলায় দণ্ডিত চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (৭ মার্চ) চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার আবেদিন কলোনি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন। 

তিনি বলেন, চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় ববিতা বড়ুয়াকে ২০২১ সালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এসব মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সাজা পরোয়ানামূলে তাকে আজকে আবেদিন কলোনির বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

নেজাম উদ্দীন বলেন, গ্রেফতারের পরে তাকে আদালতে পাঠানে হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

ববিতা বড়ুয়া রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন বলে জানা যায়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh