রাজবাড়ীতে গরুসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৭:০৪ পিএম

গরুসহ চোর চক্রের এক সদস্য

গরুসহ চোর চক্রের এক সদস্য

রাজবাড়ীতে চু‌রি যাওয়া ৩‌টি গরুসহ আকবর মোল্লা (৩৮) নামে এক চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (৭ মার্চ) ভোরে দিকে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকার মিল মার্কেটের সামনে অ‌ভিযান চালিয়ে গরুসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আকবর রাজবাড়ীর পাংশা উপজেলার পূর্ব বাগদলী গ্রামের আফজাল মোল্লার ছেলে। 

রাজবাড়ী থানার ও‌সি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অ‌ভিযান চালিয়ে ৩‌টি গরুসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। 

পরে উদ্ধারকৃত আলামত আসামির বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তি‌নি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh