রাশিয়া-ইউক্রেন সংঘাতে জড়ানোর পরিকল্পনা নেই: বেলারুশ

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ১২:৫৯ এএম | আপডেট: ০২ মার্চ ২০২২, ০১:০৩ এএম

বেলারুশ প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

বেলারুশ প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে রাশিয়ার হামলার ষষ্ঠ দিন পেরিয়ে গেল বুধবার (২ মার্চ)। বুধবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। হামলার শুরু থেকেই রাশিয়ার পাশে রয়েছে বেলারুশ। তবে বেলারুশ প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার সামরিক অভিযানে বেলারুশের যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে।

 মঙ্গলবার (১ মার্চ) দেশটির নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে তিনি এ কথা বলেন।

বেলারুশের বার্তা সংস্থা বেলটিএর খবরের বরাত দিয়ে আরটিডটকমের খবরে এ কথা বলা হয়।

প্রেসিডেন্টকে উদ্ধৃত করে বেলটিএর খবরে বলা হয়, ‘বেলারুশের সেনারা কখনো কোনো পক্ষে যোগ দেয়নি। এবং কোনো ধরনের লড়াইয়ে যোগ দেবেও না। তা ছাড়া রাশিয়ার কর্তৃপক্ষ কখনো আমাদের সঙ্গে এ নিয়ে কথাও বলেনি। ইউক্রেনে এই বিশেষ অভিযানে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। এ ধরনের কোনো প্রয়োজনীয়তাও নেই।’

প্রেসিডেন্ট আরও বলেন, বেলারুশের সেনারা এখন দেশটির সঙ্গে ইউক্রেন সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ব্যস্ত, যাতে সেখান থেকে ‘উগ্রবাদী ও অস্ত্র’ ঢুকতে না পারে।

মঙ্গলবার সকালের দিকে ইউক্রেনের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, বেলারুশের সেনারা সীমান্ত অতিক্রম করে ইউক্রেনের প্রশাসনিক জেলা চেরনিহিভে ঢুকছে। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের বিদ্রোহী-নিয়ন্ত্রিত দুই অঞ্চলে সেনা অভিযান শুরু করেছে রুশ সেনারা। প্রতিবেশী দেশ বেলারুশ থেকেও রাশিয়ার সামরিক বাহিনী প্রবেশ করে ইউক্রেনে। সেদিন আলেকসান্দার লুকাশেঙ্কো বলেছিলেন প্রয়োজনে ইউক্রেনে রুশ অভিযানে বেলারুশের সেনারাও অংশ নেবে।

বেলারুশের প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমি আবার বলছি, আমাদের সেনারা সেখানে (ইউক্রেন) নেই। তবে যদি প্রয়োজন পড়ে, যদি বেলারুশ ও রাশিয়ার দরকার হয়, তাহলে তারাও অংশ নেবে।’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সপ্তম দিন আজ। এরই মধ্যে গতকাল সোমবার দুই দেশ বেলারুশে বৈঠক করেছে। আজ আবারও বসবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh