হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্টকে হত্যার প্রতিবাদ

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৬:০৩ পিএম

মো. সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

মো. সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে পাবনা মেডিকেল টেকনোলজিস্টরা।

গত ২৮ ডিসেম্বর কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের সময় নৃশংসভাবে মো. সাইফুল ইসলামকে হত্যা করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে টেকনোলজিস্টরা। 

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh