জাতিসংঘের সিডিপির সদস্য হলেন দেবপ্রিয় ভট্টাচার্য

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ০৫:৫০ পিএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১, ০৫:৫০ পিএম

ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি

ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি

ড. দেবপ্রিয় ভট্টাচার্য জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) সদস্য হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন। ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসোক) তাঁকে এই পুনর্নিয়োগ দিয়েছে। সম্প্রতি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ জেনমিন এই নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো।

সিডিপি জাতিসংঘের একটি সহায়ক সংস্থা। এটি উন্নয়ন নীতি নিয়ে ইকোসোককে পরামর্শ দিয়ে থাকে। স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তি এবং তা থেকে উত্তরণের বিষয়ে সিদ্ধান্ত নেয় এ কমিটি। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সিডিপির সদস্য হিসেবে দেবপ্রিয় ভট্টাচার্য আগামী ১ জানুয়ারি থেকে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন। তিনি নিজস্ব সক্ষমতায় কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh