টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৯:৫৩ এএম

ছবি : টুইটার

ছবি : টুইটার

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এ বছরের ‘পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

বৈশ্বিক ঘটনাবলির ওপর ব্যাপক প্রভাব ফেলা ব্যক্তি, গোষ্ঠী, বস্তু কিংবা কোনো পরিকল্পনাকে প্রতিবছর টাইম বর্ষসেরা ঘোষণা করে। স্থানীয় সময় গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) প্রভাবশালী সাময়িকীটি এ ঘোষণা দেয়।  

মাস্ককে নিয়ে টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ ও প্রধান নির্বাহী এডওয়ার্ড ফেলসেন্থাল বলেন, পার্সন অব দ্য ইয়ার হলো প্রভাবের মানদণ্ড, আর খুব কম মানুষই পৃথিবীর জীবনের উপর মাস্কের চেয়েও বেশি প্রভাব ফেলতে পেরেছেন; হয়তো পৃথিবীর বাইরের জীবনের ক্ষেত্রেও।

তিনি বলেন, ২০২১ সালে মাস্ক শুধু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেননি, বরং আমাদের সমাজে যে বড় পরিবর্তন এসেছে তার সবচেয়ে বড় উদাহরণ হিসেবেও এসেছেন।

চলতি বছরে বিশ্বের শীর্ষ ধনীর খেতাবটিও যায় মাস্কের দখলে। বাজারে টেসলার কাটতির কারণে এ বছরে লাফিয়ে বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম। এর জের ধরেই সাবেক শীর্ষ ধনী জেফ বেজোসকে পেছনে ফেলেন মাস্ক। 

মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সও এ বছর সবার নজর কেড়েছে। ইতিহাসে প্রথমবারের মতো শুধু পর্যটকদের নিয়ে মহাকাশে যান পাঠায় স্পেস এক্স।

মাস্কের জন্ম ১৯৭১ সালে দক্ষিণ আফ্রিকায়। মাস্ক পরিবারের সম্পদের উৎস ছিল খনিজ সম্পদের খনন কাজ। দক্ষিণ আফ্রিকা ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পর পেপালের উত্থানে বড় ভূমিকা রাখেন মাস্ক। 

২০০২ সালে স্পেসএক্স প্রতিষ্ঠা করেন তিনি। পরবর্তীতে শুরুর দিকের বিনিয়োগকারী হিসেবে সংশ্লিষ্ট হন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলার সঙ্গে। বর্তমানে টেসলার প্রধান নির্বাহীর পদটিও এখন মাস্কেরই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh