রাবির প্রথম ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ হলেন সনৎ কুমার

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০৪:৪০ পিএম

অধ্যাপক সনৎ কুমার সাহা

অধ্যাপক সনৎ কুমার সাহা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ পদে মনোনীত হয়েছেন বিশিষ্ট গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার সাহা। বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্য নিয়ে গবেষণায় বিশেষ অবদান রাখায় আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

শনিবার (১১ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫০৯ তম সিন্ডিকেট সভায় তাকে এই পদে মনোনীত করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটি ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ নীতিমালা অনুসারে বিশিষ্ট গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহার নাম প্রস্তাব করেন। যা গতকাল বিশ্ববিদ্যালয়ের ৫০৯ তম সিন্ডিকেট সভায় পাশ হয়।

এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো 'বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক' পদ চালু হলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh