কোহলির অধিনায়ত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন সৌরভ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৮:২৬ পিএম

সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটের নেতৃত্বও ছেড়েছেন বিরাট কোহলি। দুই ফরম্যাটেই অধিনায়কত্ব পেয়েছেন রোহিত শর্মা। এরপর থেকেই ছড়াচ্ছে নানা গুঞ্জন। কোহলিকে নাকি একরকম জোর করেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। 

অবশেষে এ নিয়ে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্ত বোর্ড এবং নির্বাচকদের পক্ষ থেকে যৌথভাবে নেওয়া হয়েছে। বোর্ড আগে কোহলীকে অনুরোধ করেছিল টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে না সরতে। সে রাজি হয়নি। এরপরেই নির্বাচকরা সিদ্ধান্ত নেন, দু’টি সাদা বলের ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়ক রাখার অর্থ নেই।’

তিনি আরও বলেন, ‘এরপর ঠিক করা হয় কোহলিকে টেস্ট অধিনায়ক রাখা হবে এবং সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবে রোহিত। আমি নিজে সভাপতি হিসেবে ব্যক্তিগতভাবে কোহলীর সঙ্গে কথা বলেছি। নির্বাচক কমিটির চেয়ারম্যানও ওর সঙ্গে কথা বলেছেন।’

ওয়ানডেতে ৯৫ টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এর মধ্যে জিতেছেন ৬৫ টিতে। তার অধীনে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ও ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ভারত। একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অবদানের জন্য কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন সৌরভ। 

তিনি বলেন, ‘রোহিত শর্মার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বিরাট টেস্ট অধিনায়ক হিসেবে থাকছে। বোর্ডে আমরা যারা রয়েছি, তারা এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেটে সঠিক হাতেই রয়েছে। সাদা বলের ক্রিকেটে অবদানের জন্য তাকে অনেক ধন্যবাদ।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh