আন্তর্জাতিক স্বীকৃতি পেল গ্রিন ইউনিভার্সিটির শিক্ষকদের গবেষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ০৯:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গবেষণায় কৃতিত্বের ফলস্বরূপ আন্তর্জাতিক পর্যায়ের ‘রিসার্চ ইনোভেশন কমার্শিয়ালাইজেন অ্যান্ড এন্ট্রারপেনারশিপ শোকেস-২০২১’ এক্সিবিশেন গ্রিন ইউনিভার্সিটি শিক্ষকদের তিনটি গবেষণা প্রজেক্ট পুরস্কৃত হয়েছে।

বুধবার মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত আড়ম্বপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে মোট তিন ক্যাটাগরিতে এই পুরস্কার পান গ্রিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

পুরস্কারপ্রাপ্তরা হলেন গোল্ড ক্যাটাগরিতে টেক্সটাইল বিভাগের শিক্ষক মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বাধীন টিমের মো. আব্দুল্লাহ আল মামুন, ড. হাসান শাহরিয়ার, মো. মাহবুবুর রহমান ও মো. মনির হোসেন।

এছাড়া সিলভার ক্যাটাগরিতে ইইই বিভাগের চেয়ারম্যান ড. এএসএম শিহাবুদ্দিন ও একই বিভাগের শিক্ষক মো. ইমামুল ইসলামের নেতৃত্বাধীন টিম মেম্বার হিসেবে মো. হাসান মারুফ, ড. আহমেদ আল মনসুর, মো. আসিফ উল হক, ড. রাতিল হাসনাত আশিক পুরস্কৃত হন। 

এর আগে গবেষণা প্রবন্ধগুলো গ্রিন ইউনিভার্সিটিা সেন্টার ফর রিসার্চ ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (ক্রিট) আয়োজিত রিসার্চ এক্সিবিশন ২০২১-এ স্থান পায়। সেখান থেকে বাছাইকৃত শীর্ষ তিনটি প্রবন্ধ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের এই প্রতিযোগিতায় অংশ নেয়। 

এদিকে গবেষণায় দেশের বাইরে এ ধরনের প্রতিযোগিতায় পুরস্কৃত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো সাইফুল আজাদ প্রমুখ।

প্রসঙ্গত, আরআইসিইএস-২০২১ হলো একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন দেশের শিক্ষক-গবেষকরা তাদের উদ্ভাবন প্রদর্শন করেন। এ বছর বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা এই প্রতিযোগিতায় অংশ নেন।

বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh