মেয়ে শিশুদের সুরক্ষায় যা জানা জরুরি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ০২:২৯ পিএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২১, ০৭:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শিশুর স্বাভাবিক ও সুস্থ বিকাশ তার সুন্দর ভবিষ্যতের জন্য, সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শিশুদের নির্যাতনকে ঘিরে সমাজে নীরবতার যে কঠিন বৃত্ত, সেটা ভাঙতে হবে। শিশু সুরক্ষায় সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক ধারণার বদল ঘটেছে। মানসিকতারও পরিবর্তন ঘটছে। শিশুর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হলো মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি।

মেয়ে শিশুদের সুরক্ষায় যা জানা জরুরি

  • আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।
  • আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন ধরনের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন। উঠতি বয়সী বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।
  • স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোর করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোনো প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা।
  • সন্তানের বয়স দুই বছরের বেশি হলে তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।
  • দারুণ প্রাণচ্ছল কোনো শিশু হঠাৎ নির্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুন। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুন।
  • বয়ঃসন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুলটা শিখিয়ে দেবে।
  • কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোনো বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।
  • আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন কেবল নেটওয়ার্কে, বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়শই ভিজিট করে।
  • তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধদের মধ্যে আপনিও আছেন।
  • কালো তালিকাভুক্ত করুন সেই সব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।
  • আপনার শিশুকে ভিড়ের বাইরে গিয়ে দাড়ানোর মূল্যবোধ শেখান।
  • আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh