কাবাঘরে সামাজিক দূরত্ব তুলে নেয়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১০:২৭ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২১, ০৯:১৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফে আজ রবিবার (১৭ অক্টোবর) থেকে পুরোপুরিভাবে করোনা বিধিমুক্ত পরিবেশে ধর্মীয় আচার পালন চালু হয়েছে।

করোনাভাইরাস মহামারি শুরুর পর প্রথমবারের মতো মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন।

পবিত্র কাবা ঘরের চত্বরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনামূলক মেঝের চিহ্নগুলো অপসারণ করা হয়েছে।

সরকারি সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা শিথিল করার সিদ্ধান্ত অনুযায়ী কাবাঘরে মুসল্লিদের প্রবেশ করার সুযোগ দেয়া হচ্ছে।

রবিবার সকালের ছবি ও ফুটেজে মুসল্লিদের পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। গত বছর কোভিড-১৯ মহামারি দেখা দেয়ার পর প্রথমবারের মতো এ দৃশ্য দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা তুলে নেয়া হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের অবশ্যই করোনাভাইরাসের সম্পূর্ণ টিকা গ্রহণ করতে এবং কাবা চত্বর এলাকায় মাস্ক পরতে হবে।

সৌদি আরবে করোনাভাইরাসে ৫ লাখ ৪৭ হাজার জনের বেশি আক্রান্ত এবং ৮ হাজার ৭৬০ জনের মৃত্যু হয়েছে।

বাসস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh