দক্ষিণ কোরিয়ার সাথে শান্তি আলোচনায় রাজি উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৮ এএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। ছবি : বিবিসি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। ছবি : বিবিসি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, দক্ষিণ কোরিয়া যদি কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নেয় তাহলে পিয়ংইয়ং সরকার শান্তি আলোচনা আবার শুরু করতে রাজি।

কিম ইয়ো জংয়ের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন দক্ষিণ কোরিয়ার সরকার ওই উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের জন্য ডাক দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটানোর আহ্বান জানিয়েছিলেন।

হঠাৎ জারি করা এক বিবৃতিতে কিম ইয়ো জং একে ‘প্রশংসনীয় পরিকল্পনা’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে সোলের সরকার যদি কঠোর শত্রুতামূলক অবস্থান পরিত্যাগ করে, তাহলে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কোন্নয়ন নিয়ে পিয়ংইয়ং সরকারের সাথে আলোচনা হতে পারে।

কোরিয়ার যুদ্ধটি শেষ হয়েছিল ১৯৫৩ সালে। কিন্তু তা ঘটেছিল একটা যুদ্ধবিরতির মাধ্যমে। দুই দেশের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি।

২০১৯ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়। কিন্তু ওই বৈঠকটি ফলপ্রসূ হয়নি। তারপর থেকে মূলত দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে।

প্রেসিডেন্ট মুন পিয়ংইয়ং সরকারের সাথে সম্পর্ক ভাল করতে এরপর বহুবার ওই যুদ্ধের অবসানের ডাক দিয়েছেন।

বিবিসির সিউল সংবাদদাতা লরা বিকার বলেন, কিম ইয়ো জংয়ের বিবৃতিতে অনেকগুলো শর্ত রয়েছে এবং এই ঘোষণা এখনই দেয়া উচিত কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু তিনি যে তার বক্তব্যে আলোচনার কথা উল্লেখ করেছেন তাতেই দক্ষিণ কোরিয়ার বর্তমান সরকারের মধ্যে আশাবাদ তৈরি হবে। -বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh