অব্যাহতির কষ্ট নিয়ে দেশ ছাড়ছেন জেমি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৯ পিএম

জেমি ডে

জেমি ডে

বাংলাদেশের ফুটবলের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে জেমি ডে অধ্যায়ের সমাপ্তি হয়ে গেছে। তবে, কাগজে-কলমে আরও দুই মাসের জন্য জাতীয় দলের কোচের পদে আছেন তিনি।

এই দুই মাস তার বদলে জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন অস্কার ব্রুজন।

সাফ চ্যাম্পিয়নশিপের ঠিক আগে, আলোচনা না করে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার ঘটনায় হতবাক জেমি দেশ ছাড়ছেন শিগগিরই। দায়িত্ব থেকে অব্যাহতির কষ্ট নিয়ে নীরবে ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন এ কোচ।

আপাতত অসুস্থতার কারণে রাজধানীর এক হোটেলে অবস্থান করছেন জেমি। ইংল্যান্ডে ফেরার জন্য বিমান টিকিটের অপেক্ষা করছেন তিনি। নিশ্চিত হলেই দেশ ছাড়বেন এই ট্যাকটিশিয়ান।

দেশে ফেরার বিষয়ে জেমি সংবাদমাধ্যমকে বলেন, ‘টিকিটের জন্য অপেক্ষা করছি। নিশ্চিত হলেই চলে যাব।’

গত নেপাল ও কিরগিজস্তান সফরে মন ভরাতে পারেনি বাংলাদেশের খেলা। তারপর থেকে নাখোশ ফেডারেশনের সভাপতি থেকে সদস্যরা।

২০১৮ সালের ১৭ মে জাতীয় দলের জন্য জেমি ডেকে কোচ হিসেবে ঘোষণা দেয় বাফুফে। দায়িত্ব নিয়ে জাতীয় দলকে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে নেন জেমি। তার অধীনে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এশিয়ান গেমসের নকআউট পর্বে প্রথমবার পা রাখে লাল-সবুজরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh