হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী আর নেই

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ০১:০৭ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২১, ০৪:৪৬ পিএম

 জুনায়েদ বাবুনগরী

জুনায়েদ বাবুনগরী

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে চট্টগ্রাম শহরের বেসরকারি হাসপাতাল সিএসটিআরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হেফাজতের কেন্দ্রীয় সাঙ্গঠনিক সম্পাদক মীর ইদ্রিস নদভী এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে অসুস্থ হয়ে পড়লে সকালে হাটহাজারী মাদ্রাসা থেকে বাবুনগরীকে ওই হাসপাতালে নেয়া হয়েছিল।

জুনায়েদ বাবুনগরীর বয়স হয়েছিল সত্তরের কাছাকাছি। হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh