জন্মদিনের শুভেচ্ছা জানাতে সৌরভের বাড়ি মমতা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০৮:৪৫ পিএম

সৌরভ গাঙ্গুলীকে ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

সৌরভ গাঙ্গুলীকে ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানতে তার বাড়িতে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবারই জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুল-মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী মমতা। এবার সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিজেই তার বেহালার বাড়িতে হাজির হয়েছিলেন।

জন্মদিনে দাদাকে একবার দেখার জন্য বৃহস্পতিবার সকাল থেকে তার বাড়ির সামনে ভক্তদের ভিড় জমতে থাকে। দুপুর ১২টার দিকে বাড়ির বাইরে বেরিয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করে কথা বলেন সৌরভ।

ওই সময় সাংবাদিকদের সৌরভ বলেন, ‘আরো একটা বছর পার করলাম। এখন আমি পুরোপুরি ফিট। খুব ভালো আছি। ‘কোভিড এখনও ঠিক হয়নি। আমি সাবধানে আছি। সবাইকে সাবধানে থাকতে হবে।’

কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন সৌরভ।

দাদাকে নিয়ে বাঙালির আবেগের উত্তেজনা ছুঁয়ে যায় ভারতীয় ক্রিকেটের অন্য তারকাদের।

শচীন টেন্ডুলকার বাংলায় টুইট করে লেখেন, 'আমার প্রিয় দাদা, শুভ জন্মদিন। একটি স্বাস্থ্যকর ও সুখী বছর কামনা করি।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh