স্বাভাবিক জীবনে ফিরেছেন এরিকসেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ১০:২৮ পিএম

ভক্তের সাথে ক্রিশ্চিয়ান এরিকসেন। ছবি: সংগৃহীত

ভক্তের সাথে ক্রিশ্চিয়ান এরিকসেন। ছবি: সংগৃহীত

ইউরো কাপের শুরুতেই ফুটবলপ্রেমীরা থমকে গিয়েছিলেন ডেনিশ তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনের শারীরিক অবস্থায়। ফিনল্যান্ডের বিপক্ষে ডেনিশদের প্রথম ম্যাচেই খেলা চলাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মাঠে পড়ে যান। সতীর্থ আর ডাক্তারদের তাৎক্ষণিক শুশ্রুষায় তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন।

হাসপাতাল থেকে ভিডিও বার্তায় সবাইকে চিন্তামুক্ত করেছিলেন এরিকসেন। এবার সুস্থ এরিকসেনকে দেখা গেল ভক্তের সঙ্গে স্বাভাবিক জীবনে।

গত ১৮ জুন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ডেনিশ তারকা। জটিল চিকিৎসায় তার হৃদযন্ত্রে বিশেষ এক যন্ত্র বসানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বাড়িতেই সময় কাটাচ্ছিলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটা সুস্থ হওয়ার পর তার প্রথম প্রকাশিত ছবি। যা তোলা হয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে ৬০ কিলোমিটার দূরে টিসভিলডিলিয়ে এলাকায়। 

ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন বিন্দুজ নামের সেই ভক্ত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh