‘হেফাজতের তাণ্ডবে জড়িতদের আইনের আওতায় আনা হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২১, ০৯:৪৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

হেফাজতের তাণ্ডবে জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (৭ মে) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের নিষ্ঠুরতা, অত্যাচার ও নৃশংসতার উদ্দেশ্য ধর্ম নয়, অরাজকতা সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটাই এর মূল উদ্দেশ্য। যারা হেফাজতের নামে দুষ্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে, তারা মানুষ না, অমানুষ। আমি ওয়াদা করে যাচ্ছি, এ সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে কাউকে ছাড় দেয়া হবে না। যে যেখানেই জড়িত রয়েছে, তাদের আইনে সোপর্দ করবোই। তদন্ত করে এ নৃশংসতার ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। নিষ্ঠুরতা, নৃশংসতা, বর্বরতা আর হতে দেবো না।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্তি ডিআইজি নূরে আলম মিনা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে এম হুমায়ুন কবির, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

গত ২৮ মার্চ মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুর গ্রামে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh