সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকবে সিনেমা হল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ০৩:০৫ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ দেয়ার পরিকল্পনা করছে সরকার। সরকারের পরিকল্পনার সাথে সমন্বয় করে সারাদেশের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

রবিবার (১১ এপ্রিল) চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি এ তথ্য জানান। 

সভাপতি কাজী শোয়েব রশিদ গণমাধ্যমকে বলেন, “করোনা সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাভাবিক কারণে আমরা সিনেমা হলগুলো আপাতত বন্ধ রাখছি। এখন বিকাল ৫টা পর্যন্ত হল খোলা রয়েছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। কিন্তু ১৪ তারিখ থেকে পুরোপুরি সব হল বন্ধ রাখা হবে।”

এর আগে গত বছরের মার্চে লকডাউনের সময় একই ব্যবস্থা নিয়েছিল চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সাত মাস সিনেমা হল বন্ধ থাকার পর হল মালিকদের দাবির মুখে স্বাস্থ্যবিধি মানার শর্তে সিনেমা হল খুলে দেয়া হয়েছিল।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh