ইমরানের আরোগ্য কামনায় মোদির টুইট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০১:২২ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করে টুইটবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় এক টুইট বার্তায় মোদি বলেন, ‘কোভিড-১৯ থেকে প্রধানমন্ত্রী ইমরান খান দ্রুত সেরে উঠুন। আরোগ্য কামনা করছি।’

এর আগে, শনিবার দুপুরের দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর  স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ফয়জুল সুলতান এক টুইটবার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতে নিভৃতবাসে আছেন তিনি।’

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা সংক্রান্ত একটি কনফারেন্সে ছিলেন ইমরান খান। মাস্ক ছাড়াই সেই কনফারেন্সে ভাষণ দিয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, এখান থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফে জানানো হয়েছিল, গত বৃহস্পতিবার তিনি করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh